মালয়েশিয়ায় বাংলাদেশী চিত্র পরিচালক গ্রেপ্তার
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বাংলাদেশী এক চিত্র পরিচালককে তার সহযোগীসহ গ্রেপ্তার করেছে মালয়েশিয়ান পুলিশ। সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে মানব পাচারের অভিযোগে মালয়েশিয়ান পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ৫৭ সদস্যের দল নিয়ে তিনি মালয়েশিয়া যান ‘বাংলাদেশ নাইট’ নামক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে। কিন্তু মালয়েশিয়ান পুলিশ সন্দেহ করছে, এই অনুষ্ঠানের আড়ালে তিনি মানব পাচার করছেন। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার শহীদুল ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত পরিচালক মামুনের বিরুদ্ধে দেশেও নানা অভিযোগ রয়েছে। ২০১৪ সালে মধ্যপ্রাচ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে মানব পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অনন্য মামুনের নেতৃত্বে মালয়েশিয়া যান সংগীতশিল্পী আসিফ আকবর, আঁখি আলমগীর, চিত্রনায়িকা আইরিন সুলতানা, চিত্রনায়ক নিরব, ইমন, মিষ্টি জান্নাত, মিম, স্পর্শিয়া, আমান রেজা, মডেল ও অভিনয়শিল্পী আনিকা কবির শখ, আশনা হাবিব ভাবনা ও কবির তিথিসহ আরো অনেকে। গানের দল চিরকুটও এই অনুষ্ঠানে অংশ গ্রহন করেছিল। চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ অনুষ্ঠানে উপস্থাপক ছিলেনবিশ্বাস।