অনুপ্রবেশ করায় বিএসএফের ৩ সদস্য বিজিবির হেফাজতে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাজশাহীর পবা সীমান্তে বিএসএফের ৩ সদস্যকে আটক করে হেফাজতে নিয়েছে বিজিবি। বিএসএফের সদস্যরা সীমান্তে টহল দেওয়ার সময় ভুলক্রমে বাংলাদেশ সীমানার মধ্য প্রবেশ করে। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে হেফাজতে নেয়।
আটককৃতদের নাম এসআই রমনাথ সিং, কনস্টেবল রাকেশ কুমার ও সন্তোষ কুমার বলে জানিয়েছে বিজিবি। জানা যায়, সীমান্তে টহল দেওয়ার সময় সীমান্ত পিলার ভাঙ্গা থাকায় তা তারা দেখতে না পেয়ে ভুলক্রমে বাংলাদেশ সীমানায় ঢুকে পড়ে। আজ দুপুরে বিএসএফের সাথে বিজিবির পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত বিএসএফ সদস্যদের হস্তান্তর করা হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।