সবচেয়ে ভীতিকর দেশের খেতাব পেয়েছে মিয়ানমার

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

এই বসরের সবচেয়ে ভীতিকর দেশের খেতাব পেয়েছে মিয়ানমার। ব্রিটিশ সাময়িকী দ্যা ইকোনোমিস্ট প্রতি বছর এই তালিকা প্রকাশ করে থাকে। মিয়ানমারের রাখাইন রাজ্যে হত্যা নির্যাতনের কারনে মিয়ানমারকে এই খেতাব দেওয়া হয়। সবচেয়ে ভীতিকর দেশের সংক্ষিপ্ত তালিকায় মিয়ানমারের নাম উঠে এসেছে ১ নম্বরে।

২০১৩ সাল থেকে ইকোনোমিস্ট এই তালিকা প্রকাশ করে আসছে। এবারের ‘কান্ট্রি অব দ্যা ইয়ার’ খেতাব পাওয়ার সম্ভাবনা ছিল বাংলাদেশের। বাংলাদেশ মিয়ানমার থেকে আসা প্রায় ৭ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। এ ছাড়া বাংলাদেশ সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে প্রভুত উন্নতি সাধন করেছে। তবে শেষমেষ ‘কান্ট্রি অব দ্যা ইয়ার’ খেতাব পেয়েছে ফ্রান্স।

Leave a Reply

Your email address will not be published.