ফিলিপাইনে আকর্ষিক বন্যায় দুই শতাধিক নিহত
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ফিলিপাইনে আকর্ষিক বন্যায় দুই শতাধিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া বহুসংখ্যক লোক আহত হয়েছে ও অনেকে নিখোজ রয়েছে। ট্রপিকেল স্ট্রর্ম টেমবিনের আঘাতে সৃষ্ট বন্যায় এই হতাহতের ঘটনা ঘটে। উদ্ধারকারীরা প্রায় ৭০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।
ফিলিপাইন পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত ১৪৪ জন নিখোজ রয়েছে। আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট জানিয়েছে, প্রবল বর্ষনে অবস্থা আরো খাপেরদিকে চলে যেতে পারে। বড়দিনের আগে এমন বন্যায় মানুষ হতাশায় পড়ে যায়। উল্লেখ্য ফিলিপিনে বছরে প্রায় ২০টি শক্তিশালী টাইফোন ও ঝড় আঘাত হানে।