ইরানে মদের পার্টিতে ধর্মীয় পুলিশের হানায় গ্রেফতার ১৪০ জন
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ইরানের দুটি মদের পার্টিতে হানা দিয়ে ধর্মীয় পুলিশ ১৪০ জনকে গ্রেপ্তার করেছে। এই সময় সেখানে নাচ-গান ও মধ্য পান চলছিল। শীতকালের সবচেয়ে ছোট দিন উপলক্ষে এই নাচ-গান ও মদ্য পানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানকে ইরানে ইয়াল্ডা বলা হয়।
উল্লেখ্য ইরানে মধ্যপান নিষিদ্ধ। কেউ আইন ভঙ্গ করলে শাস্তি হিসাবে সর্বোচ্চ ৮০ ঘা পর্যন্ত দোররা মারা হয়। তবে ইদানিং এই শাস্তি দিতে দোররা মারার পরিবর্তে নগদ জরিমানা করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্য দুই জন সংগীত শিল্পীও রয়েছেন। সেখান থেকে অনেকগুলো মদের বোতল ও মাদকদ্রব্য উদ্ধার করে ধ্বংশ করা হয়।