রসিক নির্বাচনে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন চলছে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সকাল ৮টা থেকে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন চলছে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা যায় কোথাও কোন রকম অনিয়ম হচ্ছে না। শান্তি শৃংঙ্খলা রক্ষায় আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। প্রধান তিন প্রার্থী আওয়ামীলীগের সরফুদ্দিন আহমেদ জন্টু, জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা ও বিএনপি প্রার্থী কাওছার জামান বাবলা স্ব স্ব কেন্দ্রে ভোট প্রধান করেছেন। তিন প্রার্থীই জয়ের ব্যপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারের আধিক্য দেখা যায়। উল্লেখ্য রসিকে পুরুষের তুলনায় নারী ভোটার বেশী। হোসেইন মোহাম্মদ এরশাদও এই নির্বাচনে একটি কেন্দ্রে ভোট দিয়েছেন। তিনি জানিয়েছেন, সেখানে শান্তিপূর্নভাবে ভোট হচ্ছে। বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। রসিকে মোট ভোটার সংখ্যা ৩৯৩৯৯৪ ও ভোট কেন্দ্র ১৯৩টি। ভোট প্রদান শেষে ভোট গননা শুরু হবে। রাতেই জানা যাবে কে বিজয়ের হাসি হাসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *