জেরুসালেম ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধীতাকারী দেশগুলিকে ট্রাম্পের হুমকি
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জেরুসালেম ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধীতাকারী দেশগুলিকে হুমকি দেওয়া হয়েছে। ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তের বিরোদ্ধে যে সমস্ত দেশ ভোট দিবে তাদের সাহায্য দেওয়া বন্ধ করে দিবে ট্রাম্প। এমনটিই জানিয়েছে, জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি।
গত সোমবার জেরুসালেম ইস্যুতে জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের এক খসড়া প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো প্রদান করে। ফলে প্রস্তাবটি আর পাস হয়নি। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিরুদ্ধে প্রস্তাবটি আনে মিশর। ১৪টি দেশই যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট প্রদান করে। এতে ট্রাম্প ভেজাই চটেছে। ট্রাম্প মুলত একঘরে হয়ে পড়েছে।
তুরস্ক ও ইয়েমেনের অনুরোধে আজ আবার জাতিসংঘের সাধারন পরিষদে প্রস্তাবটি উঠবে। এই প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোট হবে। এতে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের সকলেই ভোট প্রদান করবে। এদিকে ট্রাম্প প্রশাসন হুশিয়ার করেছে যে সমস্ত দেশ যুক্তরষ্ট্রের বিরুদ্ধে ভোট দিবে সেসমস্ত দেশকে যুক্তরাষ্ট্র সাহায্য দেওয়া বন্ধ করে দিবে। নানা ভাবে ট্রাম্প প্রশাসন ভয়ভীতি দেখিয়ে নিজেদের পক্ষে টানার চেষ্টা করছে। তবে আজ বিপুল ভোটে প্রস্তাবটি পাস হবে বলে আশা করছে বিশ্ব নেতারা। আর এমনটি হলে যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতিতে একেবারেই কোন ঠাসা হয়ে পড়বে। এদিকে এক জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে এখন মাত্র ৩৫% এ দাড়িয়েছে।