প্রধানমন্ত্রীকে ক্ষমা চাওয়ার শর্ত দিয়ে খালেদা জিয়া উকিল নোটিশ পাঠিয়েছেন

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে একটি উকিল নোটিশ পাঠিয়েছেন। মঙ্গলবার সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন খালেদা জিয়ার পক্ষে এই উকিল নোটিশটি পাঠান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

সম্প্রতি বিদেশী কয়েকটি গনমাধ্যমে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্ততঃ ১২টি দেশে খালেদা জিয়ার পরিবারের কয়েক হাজার কোটি টাকার সম্পদ রয়েছে বলে খবর প্রকাশ হয়। তারপর দেশের কয়েকটি পত্রিকায়ও এই বিষয়ে খবর প্রকাশ হয়। প্রধানমন্ত্রী ভিয়েতনাম সফর শেষে দেশে ফিরে এক সাংবাদিক সম্মেলন করেন। এই সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, বিদেশী সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে, জিয়া পরিবারের মধ্যপ্রাচ্যসহ কমপক্ষে ১২টি দেশে কয়েক হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। তিনি সাংবাদিকদের উদেশ্য করে বলেন, আপনারা এ খবর পত্রিকায় লিখছেন না কেন?

উকিল নোটিশে বলা হয়েছে, ওই বক্তব্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নি:শর্ত ক্ষমা চাইতে হবে এবং তা সংবাদ মাধ্যমে প্রচারের ব্যবস্থা করতে হবে। ৩০ দিনের মধ্যে তা করা না হলেও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করা হবে বলে নোটিশে জানানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *