জাতিসংঘে জেরুজালেম প্রস্তাব বাতিল হয়ে গেল

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা জেরুসালেম প্রস্তাব যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ায় ভেস্তে গেল। মিশরের পক্ষ থেকে জাতিসংঘে এই প্রস্তাবটি উৎথাপন করা হয়েছিল। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্য ১৪টি দেশই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল। নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫টি দেশের যে কোন একটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিলে সেই প্রস্তাব জাতিসংঘের নিয়ম অনুযায়ী গৃহিত হয় না।

তবে জেরুসালেম প্রস্তাব বাতিল হলেও নিরাপত্তা পরিষদের ১৫টি দেশের মধ্য ১৪টি দেশ জেরুসালেম প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেওয়াকে বিশ্ববাসী মেনে নেয়নি। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র মুলত একঘরে হয়ে পড়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমীর পুটিন যুক্তরাষ্ট্রের জেরুসালেম নীতির বেশ কড়া সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার পর ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস বলেছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা চায়না। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এই অপমান আমেরিকা ভবিষ্যতে মনে রাখবে।

Leave a Reply

Your email address will not be published.