কাবিননামা না থাকায় কক্সবাজার সমূদ্র সৈকতে দম্পতিকে হেনস্তা

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
কাবিননামা দেখাতে না পারায় কক্সবাজার সমূদ্র সৈকতে পুলিশ হেনস্তা করেছে এক দম্পতিকে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে টুরিস্ট পুলিশের এক এ এস আইকে ক্লোজ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে কক্সবাজার সমূদ্র সৈকতে।
মিঃ আজম নামের কক্সবাজারের স্থানীয় এক বাসিন্দা তার স্ত্রীকে নিয়ে রবিবার রাতে কক্সবাজার সমূদ্র সৈকতে ভ্রমনে যান। এই সময় টুরিস্ট পুলিশের একটি দল যুগলদ্বয়ের পরিচয় জানতে চায়। তারা জানান তারা স্বামী-স্ত্রী। কিন্ত পুলিশ তাতে সন্তুষ্ট না হয়ে তাদেরকে ২ ঘন্টা সেখানে আটকে রাখে এবং থানায় নিয়ে যাওয়া হবে বলে জানায়। এরই মাঝে মিঃ আজমের দুইজন আত্নীয় এসে স্বামী-স্ত্রী হিসাবে তাদের পরিচয় নিশ্চিত করে। এই হেনস্তার প্রতিবাদে মিঃ আজম কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করলে ইতিমধ্যই ঘটনার সাথে জড়িত টুরিস্ট পুলিশের এক সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।