সুন্দরগঞ্জের এমপি গোলাম মোস্তফা মারা গেছেন
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি গোলাম মোস্তফা আহমেদ চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সকালে মারা গেছেন (ইন্না …… রাজিউন)। সম্মিলিত সামরিক হাসপাতালে গত এক মাস যাবৎ তিনি চিকিৎসাধীন ছিলেন। ১৮ নভেম্বর টাঙ্গাইলের নাটিয়াপাড়ায় তাকে বহনকারী মাইক্রোবাসের সঙ্গে রংপুরগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এমপি ও চালকসহ চারজন আহত হন। প্রথমে তাকেসহ অন্যদেরকে টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে এনে অস্ত্রোপচারও করা হয়।
উল্লেখ্য সুন্দরগঞ্জের সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটন আততায়ীর গুলিতে নিহত হলে এ আসনটিতে উপনির্বাচনে মোঃ গোলাম মোস্তফা আহমেদ জাতীয় পার্টির প্রার্থীকে হারিয়ে প্রথমবারের মত এমপি নির্বাচিত হন। আজ বাদ জোহর সংসদ ভবনের দক্ষিন প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।