কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সারা দেশ, সকাল থেকে হঠাৎ বাড়ছে শীত

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে সারা দেশ। সকাল থেকে শীতের মাত্রাও বেড়েই চলেছে। রাজধানীতে রাতে তাপমাত্রা যেখানে ২২-২৪ ডিগ্রী সেন্টিগ্রেড ছিল সেখানে আজ সকাল ৯টায় তা কমে দাড়িয়েছে ১৮ ডিগ্রীতে। সকালে রাজধানীর অনেক স্থানে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

এদিকে ঘন কুয়াশার কারনে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান ওঠা নামায় সমস্যা হচ্ছে। অপরদিকে ফেরি চলাচলও বিঘ্নিত হচ্ছে। ফলে ফেরি ঘাটের দুই পাড়ে পারাপারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে। যমুনা সেতুর দুই পাড়ে ঘন কুয়াশার কারনে ধীরগতিতে চলছে যানবাহন। ফলে দুইদিকেই যানঝট লেগে আছে। তবে রাজধানীর পিঠার দোকানগুলিতে শীতের পিঠা খাওয়ার ভিড় লেগেছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *