সূচির সম্মতিতে রোহিঙ্গা নির্যাতন হয়েছেঃ জাতিসংঘ

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যেইদ রাদ আল হুসেইন বলেছেন, মিয়ানমারের নেত্রী অং সান সূচির সম্মতিতে মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন হয়েছে। এজন্য মিয়ানমারের নেতাদের একসময় বিচারের মুখোমুখি হতে হবে বলে তিনি মন্তব্য করেন। বিশ্বে মানবাধিকার রক্ষার বিষয়গুলো দেখভাল করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার। আর এই সংস্থাটির প্রধান হচ্ছেন মি. হুসেইন।

বিবিসিকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ”যে মাত্রায় এবং যেভাবে রাখাইনে সামরিক অভিযান চালানো হয়েছে, তা অবশ্যই দেশের উঁচু পর্যায়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর এই অভিযানে কয়েক হাজার মানুষ মারা গেছে এবং লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।” তিনি আরো বলেন, ”এজন্য মিয়ানমারের নেতাদের একসময়ে গণহত্যার অভিযোগের মুখোমুখি হতে হবে।” শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া অং সান সুচি যদিও এসব অভিযোগের ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।

যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ স্যাটেলাইটে তোলা ছবি বিশ্লেষণের পর বলছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে গত দুইমাসে ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রমাণ পেয়েছেন তারা। অক্টোবর ও নভেম্বর মাসে আরো ৪০টি গ্রামের ভবনসহ বহু ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে বলে সংস্থাটি দেখতে পেয়েছে। ২৫শে অগাস্টের পর রাখাইনে এ নিয়ে ৩৫৪টি গ্রাম আংশিক বা পুরোপুরি পুড়িয়ে দেয়া হয়েছে। সূত্রঃ বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *