চট্রগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে ৯ জন নিহত
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
চট্রগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে ভিড়ের মধ্য পদপৃষ্ট হয়ে ৯ জন নিহত হয়েছে। এ ছাড়া আরো ৫০ আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্য অনেকের অবস্থা বেশ আশংস্কাজনক। এই দূর্ঘটনাটি ঘটে আজ দুপুরে নগরীর রিমা কমিউনিটি সেন্টারে। এ ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চৌধুরী মহিবুল হাসান নওফেল।
সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী গত ১৫ই ডিসেম্বর মৃত্যুবরন করেন। আজ চট্রগ্রাম নগরীর ১৪টি কমিউনিটি সেন্টারে তার কুলখানির আয়োজন করা হয়। রিমা কমিউনিটি সেন্টারে অতিরিক্ত ভিড়ের চাপে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত প্রত্যেকের জন্য প্রশাসনের পক্ষ থেকে ১ লক্ষ টাকা প্রদানের ঘোষনা দেওয়া হয়েছে।