বিএনপি ও এর অংগ সংগঠনের বিজয় র্যালী অনুষ্ঠিত
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আজ এক বিজয় র্যালী অনুষ্ঠিত হয়। এই বিজয় র্যালীতে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ। এই বিজয় র্যালীতে অংশ গ্রহন করে বিএনপি, যুবদল, স্বেচ্ছা সেবকদল, ছাত্রদল ও মহিলাদলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা।
মিছিলটি পল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ মোর হয়ে আবার পল্টনে ফিরে যায়। মিছিলে নেতা-কর্মীরা রংবেঙর ব্যানার ও ফেস্টুন ব্যবহার করে। বিপুলসংখ্যক নেতাকর্মী র্যালীতে অংশ গ্রহন করে।