প্রশ্নপত্র ফাঁসের সাথে শিক্ষকরাই জড়িত- শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকরাই প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত। কিছু অসাধু শিক্ষকই প্রশ্নপত্র ফাঁস করে দিচ্ছেন। আবার এই অসাধু শিক্ষকরাই অবাধে কোচিং বানিজ্য চালিয়ে যাচ্ছেন। তারা ক্লাশে না পড়িয়ে কোচিংয়ে পড়ান। আবার যে যত ভাল শিক্ষক তিনি ক্লাশে তত কম পড়ান।
তিনি আজ রবিবার শিক্ষাসংক্রান্ত নানা অনিয়ম ও দুর্নীতি বন্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে সচিবালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের যৌথসভায় এসব কথা বলেন। তিনি বলেন, প্রশ্নফাঁস ঠেকাতে আধাঘণ্টা আগেই শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কেন্দ্রে ঢোকার পর প্রশ্নপত্রের খাম খোলা হবে।