আগে গিয়েছিল পা, এবার জীবন, জ্ব্লছে গাজা
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
নয় বছর আগে ইসরায়েলি সৈন্যদের গুলিতে দুটি পা ও একটি কিডনি হারিয়েছিল ফিলিস্তিনি যুবক আবু। এবার ইসরায়িলি সৈন্যদের বোলেট কেড়ে নিল আবুর জীবন। জ্ব্লছে গাজা, জলছে ফিলিস্তিন। জেরুজালেমকে কেন্দ্র করে ভয়ংকর রুপ ধারন করেছে ফিলিস্তিন-ইসরায়েল সম্পর্ক।
ফিলিস্তিনি যুবক ইব্রাহিম আবু থুরায়ে নয় বছর আগে ইসরায়েলি সৈন্যদের গুলিতে দুটি পা হারিয়েছিল, সাথে একটি কিডনিও। তারপর থেকেই ত্রিশ বছরের যুবক আবু হুইল চেয়ারে করেই চলাচল করতেন। আমেরিকার প্রেসিডেন্ট ডুনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেওয়ার পর থেকেই প্রতিবাদ-বিক্ষোভে ফেটে পড়ে ফিলিস্তিনিরা। এই সময় আবু হুইল চেয়ারে করে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকে। গতকাল বিক্ষোভের এক পর্যায়ে ইসরায়েলি সৈন্যদের গুলিতে লু্টিয়ে পড়ে আবু। প্রথমে একটি গুলি তার মাথায় লাগে, তারপর গুলিতে জাজড়া হয়ে যায় আবুর সমস্ত দেহ। মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এ সময় তিনি পতাকা উচিয়ে প্রতিবাদ মুখর ছিলেন। নতুন করে শুরু হওয়া এই বিক্ষোভে এ পর্যন্ত ৮ জন নিহত হয়েছে।