বিজয় দিবসের দোয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধুর খুনিদের জন্য বেহেস্ত কামনা করে আটক অধ্যক্ষ

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

বিজয় দিবস উপলক্ষে এক দোয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধুর খুনিদের মধ্য যাদের ফাঁসি হয়েছে তাদের জন্য বেহেস্ত কামনা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে শনিবার সকাল আটটার সময়। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের আগে একাত্তরের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। গোপালপুর উপজেলা প্রশাসন আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে গোপালপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. ফায়জুল আমীন সরকার মোনাজাত পাঠ করেন।

এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমীন, ওসি হাসান আল মামুনসহ আরো অনেক নেতৃবৃন্দ। দোয়ার এক পর্যায়ে অধ্যক্ষ ড. ফায়জুল আমীন সরকার বলেন, ‌’হে আল্লাহ তুমি পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকারি, যাদের ফাঁসি হয়েছে তাদের বেহেস্ত নসীব করো। হে আল্লাহ তুমি বিচারের পর তাদেরকে বেহেস্ত নসীব করো।’

তার এই বক্তব্য উপস্থিত উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাসহ সকলেই হতবাক হয়ে পড়েন। পরে ইউএনও এর নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। তবে ধারনা করা হচ্ছে মুখ ফসকে তিনি এ কথা বলে ফেলেছেন। সূত্রঃ ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *