পাঁচ বারের সংসদ সদস্য, মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী ছায়েদুল হক আর নেই
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী ছায়েদুল হক আর নেই। তিনি আজ সকালে বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। ছায়েদুল হক ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক জানিয়েছেন।
জাতীয় সংসদের দক্ষিন প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন যাবৎ তিনি জ্বর, ইউরিন ইনফেকশনসহ আনা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তার ছেলে রায়হানুল হক ঢাকা মেডিকেল কলেজের প্রভাষক। তার মৃত্যুতে তার নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।