ডাবলিন সিটি কাউন্সিল সুচিকে দেওয়া খেতাব প্রত্যাহার করে নিল
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সুচিকে দেওয়া খেতাব প্রত্যাহার করে নিল ডাবলিন সিটি কাউন্সিল। আয়ারল্যান্ডের ডাবলিন শহরের কাউন্সিলররা ভোট দিয়ে ফ্রিডম অব ডাবলিন সিটি অ্যাওয়ার্ডের তালিকা থেকে অং সান সু চি’র নাম অপসারণ করলেন। সু চি’কে এই খেতাব দেয়ার প্রতিবাদে গত মাসে পপ তারকা বব গেল্ডফ তাঁর ‘ফ্রিডম অব ডাবলিন’ পুরস্কার ফিরিয়ে দেন।
আয়ারল্যান্ডের সরকারি বার্তাসংস্থার খবরে জানা যায়, ৬২ জন কাউন্সিলরের মধ্যে সু চি’কে তালিকা থেকে অপসারণের পক্ষে ভোট দেন ৫৯ জন। এর আগে অক্সফোর্ড সিটি কাউন্সিল সুচিকে দেওয়া ‘ফ্রিডম অব দি সিটি’ খেতাব প্রত্যাহার করে নিয়েছিল। রাখাইনে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন শুরু হওয়ার পর থেকে সুচির রহস্যজনক ভূমিকার কারনে এই খেতাব প্রত্যাহার করে নেওয়া হয়।