কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নারীরা ফসলের ক্ষেতে কাজ করতে পারবেন

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মহিলারা আর ক্ষেতে খামারে কাজ করতে পারবেন না, এই মর্মে মসজিদের মাইক থেকে মাইকিং করে জানানো হয়। গত শুক্রবার জুম্মার নামাজের পর কুমারখালী উপজেলা মসজিদ কমিটির সিদ্ধান্তে মসজিদের ইমাম সাহেব এমন ঘোষনা দিয়েছিলেন।

মসজিদ কমিটির এমন সিদ্ধান্তে সমালোচনার ঝড় উঠে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানার পর দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দিলে ইমাম ও সেক্রেটারীকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার থেকে নারীরা আবার ক্ষেতে খামারে কাজ করতে পারবেন বলে উপজেলা অফিস থেকে জানানো হয়। কুমারখালী উপজেলার প্রধান জীবিকা কৃষি। এইখানে নারী-পুরুষ উভয়েই খেতে খামারে কাজ করে থাকে। শুক্রবারের ঘোষনার পর মেয়েরা আর ক্ষেতে কাজ করতে যায়নি।

Leave a Reply

Your email address will not be published.