নিউ ইয়র্ক বাস স্টেশনে হামলাকারীর বাড়ি চট্রগ্রামে
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের এক বাস স্টেশনে আত্নঘাতী হামলাকারী বাংলাদেশী। তার বাড়ি চট্রগ্রামে ও বয়স ২৭। ২০১১ সালে এফ৪৩ ভিসা নিয়ে সে নিউইয়র্কে যায়। তাই সে আমেরিকার গ্রীন কার্ড হোল্ডার। এফ৪১ ভিসায় ২১ বছর ধরে যুক্তরাষ্ট্রের নাগরিক এমন ব্যক্তিদের ভাই বোনদের এ ভিসা দেওয়া হয়।
সে আত্নঘাতী হামলায় নিন্মমানের বোমা ব্যবহার করেছিল। বোমার ধ্বংশ ক্ষমতা কম হওয়াতে সে সামান্য আহত হয়। বাস স্টেশনে তার এই আত্নঘাতী হামলার পর নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশী কমিনিটির মধ্য আতংক বিরাজ করছে। তাৎক্ষনিকভাবে আকায়েদ উল্লাহর মোটিভ সম্পর্কে কর্তৃপক্ষ গণ মাধ্যমকে কিছু জানায়নি। সে ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত নিউ ইয়র্কে ক্যাব চালাতো। তারপর সে একটি ইলেক্ট্রিকের দোকানে চাকুরী করত। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ইতিপূর্বে কোন মামলা হয়নি। সব শেষ গত সেপ্টেম্বর মাসে সে দেশে এসেছিল।