কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪ জন নিহত

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে পিতা-পুত্রসহ ৪ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ৩ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

আজ সকালে যাত্রীবাহী বাসটি দাউদকান্দির রায়পুরে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে পাশে থাকা খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- চট্টগ্রামের লোহাগড়া এলাকার শাহাবুদ্দিন (৩৬), তার  ছেলে আবু হানিফ (৭), একই এলাকার নুরুল হাসান রিফাত (২৮) এবং সাতকানিয়া এলাকার আমজাদ হোসেন (৩০)। নিহতদের লাশ আত্নীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *