সারা দেশে গুড়িগুড়ি বৃষ্টি, জনজীবন স্থবির

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাজধানীসহ সারা দেশে গুড়িগুড়ি বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। গত তিনদিন ধরে সূর্যের দেখা মিলছে না রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে। কখনো গুড়িগুড়ি, আবার কখনো হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাত হচ্ছে সারা দেশেই। এই অকাল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
এই অসময়ে বৃষ্টির সাথে সাথে শীতও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই সময়ের বৃষ্টির জন্য দেশবাসী ছিল সম্পূর্ন অপ্রস্তুত। সাগরে লঘু চাপের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে এই বৃষ্টিপাত আজও অব্যহত থাকবে। এদিকে বৈরী আবহাওয়ার কারনে রাজধানীতে গন পরিবহনে সংকট দেখা দিয়েছে।