বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছে সাকিব
স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
অল রাউন্ডার সাকিব আল হাসানকে বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের নতুন অধিনায়ক নির্বাচন করা হয়েছে। আর তার সহকারী হিসাবে মাহমুদুল্লাহ রিয়াদকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সভায় এই তথ্য জানানো হয়।
গত এপ্রিলে মাশরাফি বিন মুর্তজার টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার পর সাকিব আল হাসান এই দায়িত্ব পান। আর এবার তাকে টেস্ট ফরম্যাটের দায়িত্বও দেয়া হলো। এবার দেখার বিষয় তার নেতৃত্বে বাংলাদেশের টেস্ট ক্রিকেট কতটুকু জ্বলে উঠতে পারে।