জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোপের মুখে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডুনাল্ড ট্রাম্পের স্বীকৃতি দানের পর সৃষ্ট পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ডাকা জরুরী বৈঠকে তোপের মুখে পড়ে যুক্তরাষ্ট্র। ব্রিটেন, ফ্রান্স, জার্মানী ও ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের এমন স্বীকৃতির প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এই দেশগুলি জানিয়েছে তাতে করে মধ্য প্রাচ্যে শান্তি প্রক্রিয়া বিনষ্ট হবে। পুরো বৈঠকে যুক্তরাষ্ট্র অনেকটা কোণঠাসা হয়ে পড়ে। বৈঠকে কার্যত যুক্তরাষ্ট্র সবার প্রতিপক্ষে পরিণত হয়।
জাতিসংঘে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত তার বক্তব্যে আবারো বিষয়টির মীমাংসায় দুই দেশের আলোচনার প্রতি গুরুত্ব আরোপ করেন। আর ফরাসী প্রতিনিধি বলেন, যুক্তরাষ্ট্রের এমন অবস্থান পুরো মধ্যপ্রাচ্যের জন্যেই আরো ভয়ানক পরিণতি নিয়ে আসছে। এদিকে জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনে মদদ দেবার জন্যে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন। যুক্তরাষ্ট্র এই স্বীকৃতি দেওয়ার পর ফিলিস্তিনিরা ফুসে উঠছে। গত দুই দিনের বিক্ষোভে ইসরাইলি পুলিশের গুলিতে ২ জন ফিলিস্তিনি প্রান হারিয়েছে।