জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসাবে স্বীকৃতি দিয়েছে ট্রাম্প

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

অবশেষে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসাবে স্বীকৃতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডুনাল্ড ট্রাম এই স্বীকৃতি প্রধান করেন গতকাল বুধবার। বছর খানেক আগে থেকেই ট্রাম্প নির্বাচনে জিতলে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসাবে মেনে নিবেন বলে ঘোষনা দিয়েছিলেন। আর এর মধ্য দিয়ে ট্রাম্প নির্বাচনে ইসরাইলের সমর্থন পান।

আমেরিকার নির্বাচনে ইসরাইলের অনেক প্রভাব রয়েছে। বিশ্বসহ যুক্তরাষ্ট্রে ইসরাইলি বংশোদ্ভূত অনেক বড় বড় শিল্পপতি রয়েছে। যুক্তরাষ্ট্রের গুরুত্ব পূর্ন প্রায় সকল বিভাগেই গুরুত্ব পূর্ন পদগুলি ইসরাইলি বংশোদ্ভূত নাগরিকরা দখল করে আছে। ব্যবসা বানিজ্য, শিল্প, কলকারখানা, আধুনিক প্রযুক্তিসহ প্রায় সকল বিভাগেই রয়েছে ইসরাইলিদের প্রভাব। যুক্তরাষ্ট্রের নামকরা মিডিয়াগুলিও চালাচ্ছে ইসরাইলিরা। যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে ইসরাইলি লবিষ্টরা কাজ করছে ইসরাইলের স্বার্থ রক্ষা করার জন্য।  এই সকল টুল ব্যবহার করে ইসরাইল যুক্তরাষ্ট্রের ওপর চাপ প্রয়োগ করে থাকে। যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ইসরাইলের পক্ষে কাজ না করলে ক্ষমতায় টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে।  হয়ত সে কারনেই ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসাবে স্বীকৃতি দিয়েছেন বা দিতে বাধ্য হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *