তাইওয়ানের আকাশে ৯ ঘন্টা স্থায়ী রংধনু
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বৃষ্টির পর আকাশে মাঝে মধ্যে রংধনু দেখা যায়। এটা বিরল কোন ঘটনা নয়। সম্পূর্ন প্রাকৃতিক কারনেই আকাশে রংধনু দেখা যায়। আমরা প্রত্যেকেই হয়ত একাধিকবার আকাশে রংধনু দেখেছি। এটি খুব বেশী সময় স্থায়ী হয়না। সম্প্রতি তাইওয়ানের আকাশে একটি রংধনু দেখা দিয়েছিল যা ৯ ঘন্টা স্থায়ী ছিল।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত সবচেয়ে দীর্ঘস্থায়ী রংধনুটি দেখা গিয়েছে ইংল্যান্ডের আকাশে। ১৯৯৪ সালের ১৪ মার্চ প্রায় ছয় ঘণ্টা ধরে রংধনুর শোভা দেখতে পেয়েছিলেন ইয়র্কশায়ারের বাসিন্দারা। কিন্তু, তাইপেবাসীর দাবি যদি সত্যি হয়, তাহলে সেই রেকর্ডটি আর অক্ষত থাকবে না। সকাল সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত তাইপের আকাশে রামধনু ছিল। অর্থাৎ প্রায় ন’ঘণ্টা, যা নজিরবিহীন। সূত্রঃ সংবাদ প্রতিদিন