জেরুজালেমকে ইসরায়েলি রাজধানীর স্বীকৃতি দিচ্ছে আমেরিকা

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

আজ বুধবারই জেরুজালেমকে ইসরায়েলি রাজধানীর স্বীকৃতি দিতে যাচ্ছেন মিঃ ট্রাম্প। মার্কিন কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন। এই খবরে ফুসে উঠছে ফিলিস্তিনিরা। যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরবও তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ট্রাম্পের এই প্রদক্ষেপে। এর ফলে আশঙ্কা করা হচ্ছে মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া আর এগুবে না। গোটা মধ্যপ্রাচ্য হুমকিতে পড়বে।

প্রাচীন এই শহরটি ইসরায়েলি-ফিলিস্তিনি বিরোধের মূল কেন্দ্রে রয়েছে। যুগের পর যুগ ধরে এই শহরটিকে নিয়েই ব্যপক সহিংস্রতা ও রক্তপাত হয়েছে। ধর্মীয় দিক থেকে জেরুজালেম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি শহর। এই শহরেই রয়েছে ইসলাম, ইহুদি এবং খ্রিস্টান ধর্মের সবচেয়ে পবিত্র ধর্মীয় স্থাপনার অনেকগুলো। যুক্তরাষ্ট্রের এই প্রদক্ষেপের ফলে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.