ছিনতাইকারীর কবলে পড়ে আহত চিকিৎসকের মৃত্যু
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে আহত চিকিৎসক ফরহাদ আলমের মৃত্যু হয়েছে। তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত ছিলেন। গতকাল বেলা ৩টায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থা মারা যান তিনি।
গত ২৯শে নভেম্বর ডিউটি শেষে রিক্সাযোগে বাসায় যাওয়ার পথে মোহাম্মদপুরের শাজাহান রোডে কয়েকজন ছিনতাইকারী তার পথ রোধ করে। এই সময় ছিনতাইকারীদের সাথে তার দস্তাদস্তির এক পর্যায়ে তিনি রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান। মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং এ তার বাসা।