দোহারে সাগর বাহিনীর কাছে জিম্মি হয়ে আছে এলাকাবাসী

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

দোহারের রায়পাড়া ইউনিয়নের সাধারন মানুষ সাগর বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছে। এলাকায় মাদক সম্রাট ও ডাকাত হিসাবে পরিচিত সে। সাগর বা বাদশা বাহিনী তার বাহিনীর ছদ্ধ নাম। এই বাহিনী দিয়ে সে গড়ে তুলেছে তার মাদক সম্রাজ্য। এলাকার উঠতি বয়সের ছেলেদের দিয়ে সে ইয়াবা বিক্রি করে থাকে। স্কুল পড়ুয়া ছেলেরা তার ইয়াবার ছোবলে নষ্ট হয়ে যাচ্ছে। পারিবারিক চাপে পড়ে কেউ তার ইয়াবা বিক্রি ছেড়ে দিলে তার ওপরে চলে নির্যাতন। তার নির্যাতনে ইতিমধ্যই অনেকে পঙ্গুত্ব বরন করেছে। মাদক ব্যবসার সাথে সে ডাকাতি, চাদাবাজি ও খুন খারাবিও চালিয়ে যাচ্ছে সমান তালে। তার ভয়ে কেউ মামলা করতে সাহস পায় না। তার রুশানল থেকে বাঁচার জন্য অনেকে এলাকা ছেড়ে অন্যত্র বসবাস করছে।

দোহার-নবাবগঞ্জসহ আশেপাশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিভিন্ন মামলার সে এজাহারভুক্ত আসামী। তার বিরুদ্ধে অনেকগুলি নারী নির্যাতনের অভিযোগও আছে। তারপরও সে এলাকায় নিবিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। বিনা বাধায় সে তার অপকর্ম উত্তরোত্তর বৃদ্ধি করেই চলেছে। অজ্ঞাত কারনে প্রশাসন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। এ নিয়ে এলাকাবাসী ফুসে উঠছে। এলাকাবাসী তাকে ধরে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোড় দাবী জানাচ্ছে।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *