দুই নারী বৈমানিক কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিচ্ছেন
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
দেশের ইতিহাসে প্রথম বারের মত বাংলাদেশ বিমান বাহিনীর দুই নারী বৈমানিক জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে যোগ দিতে ৭ই ডিসেম্বর কঙ্গো যাচ্ছেন। এরা হলেন নারী বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক ও ফ্লাইট লেফটেন্যান্ট তামান্না-ই-লুৎফী। শান্তি মিশনে এই দুই নারী বৈমানিকের যোগদানের মধ্য দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী নতুন এক উচ্চতায় প্রবেশ করলো।
ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হকের বাড়ী ব্রাহ্মনবাড়িয়ার শাহবাজপুর। বাবা সরকারী চাকুরীজীবী আর মা গৃহিণী। নাইমা হলিক্রস স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করে ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে বিমান চালনা বিষয়ে বিএসসিতে প্রথম শ্রেণি পেয়ে উত্তীর্ণ হন। তিনি দেশ-বিদেশে বিমান উড্ডয়নসহ সামরিক নানা প্রশিক্ষণে অংশ নেন।
অপরদিকে ফ্লাইট লেফটেন্যান্ট তামান্না-ই-লুৎফীর বাড়ী যশোরের বেনাপোলে। তার বাবা বিমান বাহিনীর কর্মকর্তা ছিলেন, মা গৃহিনী। তিনি বিএএফ শাহিন কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করে ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে তিনি বিমান চালনা বিষয়ে প্রথম শ্রেণি পেয়ে বিএসসি পাস করেন। তিনি দেশ-বিদেশ থেকে উড্ডয়নসহ সামরিক নানা প্রশিক্ষণে অংশ নেন।