আদালতে উপস্থিত হয়ে বেগম খালেদা জিয়া দুই মামলায় জামিন নেন
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বিএনপি চেয়ারপাসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আদালতে উপস্থিত হয়ে দুই মামলায় জামিন নেন। তিনি আজ সকাল ১১টায় বকশী বাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিচারক ড. আখতারুজ্জামান এই জামিন আদেশ দেন।
গত বৃহস্পতিবার জিয়া চ্যারিট্যাবল ট্রাষ্ট ও জিয়া অরফানেজ ট্রাষ্ট দূর্নীতি মামলায় উপস্থিত না থাকায় বিচারক ড. আখতারুজ্জামান খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। খালেদা জিয়া সেদিন বামপন্থী কয়েকটি দল আহুত হরতালের কারনে মামলার শুনানীতে অংশ গ্রহন করতে পারেন নি বলে আদালতকে জানিয়েছেন। উল্লেখ্য দুটি মামলাই শুনানীর একেবারে শেষ পর্যায়ে রয়েছে।