প্রায় পাঁচ শত কোটি টাকা ব্যয়ে দৃষ্টি নন্দন নতুন ক্যম্পাস খুলেছে অ্যাপল
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
পাঁচ শত কোটি টাকা ব্যয় করে খুবই দৃষ্টি নন্দন এক ক্যম্পাস প্রতিষ্টা করেছে অ্যাপল। দেখতে অনেকটা অ্যপলের মতই। নাম দেওয়া হয়েছে অ্যাপল পার্ক। পর্যটকদের অনুমতি রয়েছে এই পার্ক ঘুরে দেখার। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার কোপারটিনোতে অবস্থিত এই অ্যাপল পার্কটি উদ্ভোধন করা হয়।
এর ভিতর এবং বাহিরে রয়েছে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। অ্যাপলের এই ক্যাম্পাসটি দেখতে আবার অনেকটা স্পেসসিপের মত। যে কেউ দেখলে এটিকে পাঁচ তারকা খচিত হোটেল বলেও ভুল করবে। সেখানে পর্যটকদের জন্য রয়েছে ক্যাফেটেরিয়া। অ্যাপলের নানান এক্সক্লুসিভ গ্যাজেটও পর্যটকরা কিনতে পারবেন এখান থেকে।
১৭৫ একরের গোটা ক্যাম্পাস জুড়ে প্রায় ৭ হাজার ফল-ফুলের গাছ লাগানো হয়েছে। আর এর পুরো ছাদটাই তৈরি অসংখ্য সোলার প্যানেল দিয়ে। ১৭ মেগাওয়াট সৌরবিদ্যুৎ তৈরি করতে পারে এই সোলার প্যানেল। যা দিয়ে ‘অ্যাপল পার্ক’-এর ৭৫ শতাংশ প্রয়োজন মেটাতে পারে। ক্যাম্পাসটির ডিজাইনের মূল দায়িত্বে ছিলেন জনি ইভ।