‘জয় বাংলা’কে কেন জাতীয় শ্লোগান ঘোষনা করা হচ্ছে না তা জানতে চেয়ে হাইকোর্টের রুল
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
‘জয় বাংলা’কে কেন জাতীয় শ্লোগান ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছে। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট বশীর আহমে্দের জয় বাংলাকে জাতীয় শ্লোগান করার নির্দেশনা চেয়ে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানীকালে হাইকোর্ট এই রুল জারি করে।
রুলে মন্ত্রী পরিষদ সচিব, আইন সচিব ও শিক্ষা সচিবকে আগামী রবিবারের মধ্যে এই রুলের জবাব দিতে আদেশ দেওয়া হয়েছে।