কম্বোডিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
তিন দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কম্বোডিয়া রয়েছেন। তিনি আজ বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে স্থানীয় সময় সাড়ে বারটায় নমপেন বিমান বন্দরে পৌছান। প্রধানমন্ত্রীকে বিমান বন্দরে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুনসেনের আমন্ত্রনে তিনি কম্বোডিয়া যান।
প্রধানমন্ত্রীকে একটি মোটর সোভাযাত্রা করে হোটেল সফিটেলে নিয়ে যাওয়া হয়। কম্বোডিয়া সফরকালে তিনি এই হোটেলেই থাকবেন। এর আগে বিমান বন্দরে একটি শিশু ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। আজ বিকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী নমপেনে কম্বোডিয়ার স্বাধীনতা স্মৃতিস্থম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন। তিনি এ সময় কম্বোডিয়ার সাবেক রাজা নরদম সিহাহনুকের প্রতিকৃতিতেও শ্রদ্ধা নিবেদন করবেন। আগামীকাল কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী একান্ত বৈঠক করবেন। তারপরেই উভয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠক করবেন।
এই সফরে দুই দেশের মধ্যে ১১ টি ইন্সট্রুমেন্ট, দুটি চুক্তি এবং ৯টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া এ সময় ঢাকা ও নমপেন এর দুটি গুরুত্বপূর্ণ সড়ক দুদেশের জাতির পিতার নামে নামকরণ করার কথা ঘোষণা করা হবে। সফর শেষে ৫ই ডিসেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফিরার কথা রয়েছে।