এঞ্জেলিনা জুলি হতে ৫০ বার সার্জারী করেছেন ইরানের এই তরুনী
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ইরানের তরুনী সাহার তাবার ছোটবেলা থেকেই অ্যাঞ্জেলিনা জোলির বড় ফ্যান। এঞ্জেলিনা জুলির মুখায়ব তার খুবই পছন্দের। এঞ্জেলিনা জুলির মুখের মত তার মুখ হবে এমন সাধ তার। তাই সেই সাধ মিঠাতে তিনি ৫০ বার মুখে প্লাস্টিক সার্জারী করিয়েছেন। তারপর তার কি হাল হল তা ছবি দেখলেই বুঝা যায়। তার বর্তমান বয়স ১৯ মাত্র।
তারপরেও তার সখ থামেনি। আবারও তিনি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্য তিনি তার ওজন কমিয়ে ৪০ কেজিতে নামিয়েছেন। তার এই দশা ও সখ নিয়ে সোস্যল মিডিয়ায় ব্যপক আলোচনা-সমালোচনা হচ্ছে।