ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক আর নাই

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

তিনি আজ লন্ডনের স্থানীয় সময় বিকাল ৪টা ২৩ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে অইন্না ইলাহের ……)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বসর। তার মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।

গত ২৯শে জুলাই মেয়ের ঘরের নাতির জন্ম উপলক্ষে ব্যক্তিগত সফরে লন্ডনে যান। সেখানে তিনি অসুস্থ্য হয়ে পরলে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন হাসপাতালের আইসিউতে থাকার পর অবস্থার উন্নতি হলে ৩১শে অক্টোবর তাকে থেরাপি দেওয়ার জন্য আইসিউ থেকে রিহ্যবিলিটেশনে স্থানান্তর করা হয়। ২৮শে নভেম্বর আবার তার অবস্থার অবনতি হলে আইসিউতে নেওয়া হয়। আজ বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে তিনি পরকালে চলে যান।

বনাঢ্য জীবনের অধিকারী জনাব আনিসুল হক ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি ছিলেন। ২০১৫ সালে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। নির্বাচিত হয়ে তিনি অনেকগুলি সংস্কারের কাজ হাতে নেন। এগুলো বেশ জনপ্রিয়তা লাভ করে। মেয়রকে ঘিরে আশাবাদী হয়ে উঠে ঢাকা উত্তরের বাসিন্দারা। এক সময়ে তিনি জনপ্রিয় টিভি উপস্থাপক হিসাবেও কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *