লবনের ট্রাক থেকে ২ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে র্যাব

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
লবন বোঝাই ট্রাক থেকে ২ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭ এর একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে লবন বোঝাই ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৩৬ হাজার ৪শ’ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।
বুধবার রাতে কক্সবাজার চট্রগ্রাম আরাকান মহাসড়কের শান্তির হাট এলাকায় ট্রাকটিতে এ তল্লাশী চালানো হয়। এ সময় ট্রাকের ড্রাইভার রমজান আলী ও হেলপার মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাদের দুজনের বাড়ীই রাজশাহী জেলায়।