ভারতের অরুনাচল প্রদেশের একটি স্কুলের ৯০ জন ছাত্রীকে বিবস্ত্র করে শাস্তি দেওয়া হয়

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

এমনটা কি হতে পারে? এও কি সম্ভব? বাস্তবে এমনটিই ঘটেছে ভারতের অরুনাচল প্রদেশের একটি স্কুলে। স্কুলটির নাম কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়। ওই স্কুলের একটি ক্লাশে কোন এক জন ছাত্রী ও শিক্ষককে জড়িয়ে একটি চিরকুট পাওয়া যায়। এই ঘটনায় ক্রুদ্ধ হয়ে শিক্ষকরা ঐ ক্লাশের ছাত্রীদেরকে বিবস্ত্র করে শাস্তি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ২৩শে নভেম্বরের। প্রথমদিকে বিষয়টি গোপন ছিল। পরে তারা তাদের অভিবাবকদের কাছে ঘটনাটি বলে। পরে অভিবাবকরা সেখানকার অল স্টুডেন্ট ইউনিয়নকে ঘটনাটি জানায়। অল স্টুডেন্ট ইউনিয়ন এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করে। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে মুখ খুলছে না। সেখানকার রাজনৈতিক দলগুলি এর তীব্র নিন্দা জানিয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যই তদন্ত শুরু হয়েছে। সূত্রঃ বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *