বাস্তব রুপ নিতে যাচ্ছে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

খুব শীঘ্রই বাস্তব রুপ নিতে যাচ্ছে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প। আজ সকাল ১১টায় এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পারমানবিক চুল্লী যে চৌকির ওপরে বসানো হবে তার ঢালাই নিজ হাতে শুরু করেন তিনি। আর এর মধ্য দিয়ে পারমানবিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে প্রবেশ করলো বাংলাদেশ। আগামী ৬৩ মাসের মধ্য এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে।

পাকিস্তান আমলে আজ থেকে ৫৭ বছর আগে ১৯৬০ সালে পদ্মা নদীর তীরে ঈশ্বরদীর রূপপুরে এই প্রকল্পের স্থান ঠিক করা হয়েছিল। পরে আর প্রকল্পটি বেশী দূর আগাতে পারেনি। ১৯৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় এসে এই প্রকল্পের কাজ পুনরায় হাতে নেয়। তৎকালীন বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ড. ওয়াজেদ মিয়ার তত্তাবধানে গতি পায় এই প্রকল্পের কাজ। কিন্তু ২০০১ সালে ক্ষমতা পরিবর্তনের ফলে এই প্রকল্পটির কাজ আবার স্তিমিত হয়ে পড়ে। ২০০৯ সালে আওয়ামীলীগ সরকার আবার এই প্রকল্পটির কাজ হাতে নেয়। তারই ধারাবাহিকতায় আজ বাস্তবায়নের পথে অনেকদূর এগিয়েছে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *