ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক আবার আইসিইউতে
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ঢাকা উত্তর সিটি করপরেশনের মেয়র আনিসুল হকে আবার আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। তার শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে আবার আইসিউতে নেওয়া হয়েছে। আনিসুল হকের ছেলে নাভিদুল হক জানিয়েছেন, তার বাবার ইনফেকশন বেড়ে যাওয়ায় তাকে আবার আইসিউতে নেওয়া হয়েছে।
হঠাৎ শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তার পরিবারের সদস্যরা ইতিমধ্যেই লন্ডন রওনা দিয়েছেন বলে পারিবারিক সূত্র থেকে জানা গেছে। তার মেয়ের ঘরের নাতির জন্ম উপলক্ষে তিনি ২৯ জুলাই ব্যক্তিগত সফরে লন্ডনে যান। সেখানে অসুস্থ্য হয়ে পড়লে ১৩ই আগষ্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি দীর্ঘদিন সজ্ঞাহীন অবস্থায় থাকার পর শারিরীক অবস্থার উন্নতি হলে ৩১শে অক্টোবর তাকে আইসিউ থেকে থেরাপি দেওয়ার জন্য রিহ্যাবিলিটেশনে স্থানান্তর করা হয়। উল্লেখ্য আনিসুল হক ২০১৫ সালে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে ভোটে জয়লাভ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।