ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল ব্যহত, ৮টি ফেরি আটকা
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। কুয়াশার কারনে ৮টি ফেরি যানবাহন ও মালামালসহ মাঝ নদীতে আটকা পড়েছে। দুই পাড়ে শত শত যানবাহন আটকা পড়ে আছে। যাত্রীদের চরম ভুগান্তি হচ্ছে।
অপরদিকে বঙ্গবন্ধু সেতু দিয়েও কুয়াশার কারনে যানবাহন ধীর গতিতে চলছে। ফলে সেখানে যানঝটের সৃষ্টি হয়েছে। মাঝ রাত থেকে ঘন কুয়াশা ধীরে ধীরে বাড়তে থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিআইডাব্লিওটিএ সুত্রে জানা যায়, কুয়াশা কেটে গেলে আবার যান চলাচল স্বাভাবিক হবে।