এ যাবৎকালের মধ্য সবচেয়ে শক্তিশালী ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
উত্তর কোরিয়া এযাবৎকালের মধ্য সবচেয়ে শক্তিশালী আন্তঃ মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এই ক্ষেপনাস্ত্র দিয়ে বিশ্বের যে কোন দেশে হামলা চালানো সম্ভব। উত্তর কোরিয়ার পারমানবিক কর্মসূচী নিয়ে তৈরী তীব্র উত্তেজনার মধ্যেই এ পরীক্ষা চালিয়েছে তারা। বিশ্ব নেতারা উত্তর কোরিয়ার এহেন আচরনে ক্রুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তীব্র নিন্দা জানিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।
দক্ষিন কোরিয়া জানিয়েছে, উত্তর কোরিয়ার পূর্বাঞ্চল থেকে এই ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্রটি উৎক্ষেপন করা হয়। এই ক্ষেপনাস্ত্র ১০০০ কিলোমিটার পাড়ি দিয়ে জাপান সাগরে গিয়ে পড়েছে। জাপান বলছে, তাদের অর্থনৈতিক অঞ্চলে ক্ষেপনাস্ত্রটি পড়েছে। জেমস ম্যাটিস এই বিষয়টি প্রেসিডেন্ট ডুনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন। ডুনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিষয়টি তিনি দেখছেন। জাপানের পক্ষ থেকে জাতিসংঘকে জরুরী ডাকার জন্য আহবান করা হয়।