রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই এখন বড় চ্যালেঞ্জ-আসাদুজ্জামান খান কামাল

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ১০ লক্ষাধিক রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোই এখন বড় চ্যালেঞ্জ। তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠাতে সকলের সযোগিতা দরকার। তিনি আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মানব পাচার প্রতিরোধ ও দমনে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৫-২০১৭’শীর্ষক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মানব পাচার রোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ একথা জানিয়ে তিনি বলেন, সরকারের একার পক্ষে মানব পাচার রোধ করা সম্ভব না। এ ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। সরকারের পাশাপাশি সিভিল সোসাইটিকেও মানব পাচার রোধে প্রচারনা চালাতে হবে। রাজশাহী ও চাপাইনবাবগঞ্জে জঙ্গি অভিযান সম্পর্কে এক প্রশের জবাবে তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *