অবশেষে সূচির সম্মান প্রত্যাহার করে নিল অক্সফোর্ড সিটি কাউন্সিল

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
অবশেষে অক্সফোর্ড সিটি কাউন্সিল সূচির সম্মান প্রত্যাহার করে নিয়েছে। গেল অক্টোবরে সূচিকে দেওয়া সম্মান প্রত্যাহার বিষয়ে অক্সফোর্ড সিটি কাউন্সিলে ভোটাভুটি হয়। সম্মান প্রত্যাহারের বিষয়টি ভোটে পাস হয়। অক্সফোর্ড সিটি কাউন্সিল জানিয়েছে, মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন হয়েছে তাতে সূচি যে ভুমিকা নিয়েছেন তার জন্য তিনি আর ‘ফ্রিডম অব দি সিটি’ নামের পুরস্কারের যোগ্য নন। তাই তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
অক্সফোর্ড সিটির সাথে নোবেল পুরস্কার বিজয়ী সূচির নাম জড়িয়ে আছে। কারন এই শহরেই তিনি পড়াশুনা করেছেন। মিয়ানমারে সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রনে থাকা কালে সূচি সেনা কর্তৃক গৃহবন্দী ছিলেন। সেই সময়ে গনতন্ত্র প্রতিষ্ঠায় তিনি সোচ্চার ছিলেন। কিন্তু যখন রাখাইনে রোহিঙ্গাদের ওপর হত্যা নির্যাতন করা হয় তখন তিনি বিতর্কিত ভূমিকা পালন করে যাচ্ছেন।