ভয়ংকর হয়ে উঠেছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের আগ্নেয়গিরি
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আবারও ভয়ংকর রুপ ধারন করেছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের মাউন্ট আগুয়াং আগ্নেয়গিরি। জ্বালামুখ দিয়ে অনবরত বেড় হচ্ছে কালো ধোঁয়া। বাতাসে উড়ে আসছে ছাই। যা বিমান বন্দরেও ভেসে আসছে। তাই বালি বিমান বন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে ৪৪৫টি বিমানের উঠানামা। যার ফলে ৬০ হাজার যাত্রী আটকা পড়েছেন বালিতে।
আগ্নেয়গিরির ১২ কিলোমিটারের মধ্য বসবাসরত ১২০০০০ বাসিন্দাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। এই আগ্নেগিরির জ্বালা মুখ মাউন্ট আগুয়াং পাহাড়ের ৯৮০০ ফুট উচ্চতায় রয়েছে।
এর আগে ১৯৬৩ সালে এই আগ্নেয়গিরি থেকে অগ্নোৎপাত হয়েছিল। তাতে প্রায় ১০০০ মানুষ মারা গিয়েছিল ও গ্রামের পর গ্রাম ছাই হয়ে গিয়েছিল।