নারায়নগঞ্জের নির্বাচনের মতই রংপুর সিটি করপোরেশন নির্বাচন হবে-সিইসি
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
প্রধান নির্বাচন কমিশনার মোঃ নুরুল হুদা বলেছেন, নারায়নগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মতই রংপুর সিটি করপোরেশন নির্বাচন অবাদ ও সুষ্ঠ হবে। তিনি আজ নারায়নগঞ্জ সিটি করপোরেশন এলাকায় স্মার্ট কার্ড বিতরনকালে এ কথা বলেন।
সিইসি বলেন, ৪৬০টি স্থানীয় নির্বাচন ও ২টি সংসদ সদস্য নির্বাচন নিরপেক্ষভাবে সম্পূর্ন হয়েছে। সে নির্বাচন নিয়ে কেউ কোন অভিযোগ করতে পারেনি। রংপুরের নির্বাচনও নিরপেক্ষ ও শান্তিপূর্নভাবে অনুষ্টিত হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যই ৯ কোটি ৪০ লক্ষ লোককে স্মার্ট কার্ড দেওয়ার কাজ শেষ হবে। স্মার্ট কার্ডের সাধারন ভূলত্রুটিগুলি অতি অল্প সময়ের মধ্যই সংশোধন করা যাবে।