অত্যাধুনিক ও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাবমেরিনের অধিকারী এখন রাশিয়া
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাশিয়া নিয়াজ ভ্লাডিমীর নামে নতুন প্রযুক্তির সাবমেরিন বানাচ্ছে। এই সাবমেরিন বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী। এই সাবমেরিন তৈরীর কাজ শুরু করে ২০১২ সালে। আগামী বছরে এটি নৌসেনাদের হাতে হস্তান্তর করা হবে। রাডার ফাকি দিয়ে চলতে পারবে এই সাবমেরিন। এটি সমূদ্রের ৪০০ মিটার গভীরেও নির্বিঘ্নে চলতে সক্ষম।
এই সাবমেরিন এক সাথে ২০টি ব্যালাস্টিক মিশাইল বহন ও ছুরতে পারবে। নিমিষেই গুরিয়ে দিতে পারবে ৬০০০ মাইল দূরের লক্ষ বস্তুকেও। ২০২৫ সালের মধ্য রাশিয়া আরও ৮টি এ জাতীয় সাবমেরিন তৈরী করবে বলে সেদেশের নিউজ মিডিয়া সূত্রে জানা যায়।