মিশরে জুম্মার নামাজে গুলি ও বোমায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৩৫
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মিশরের সানাইয়ে জুম্মার নামাজে আজ গুলি ও বোমা হামলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৩৫ জন। এ হামলায় আহতের সংখ্যা ১২৫ জন। এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেনার খবরে বলা হয়, বির আল আবেদ শহরের আল আরিশ মসজিদে হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।
চারটি গাড়ী নিয়ে হামলাকারীরা বোমা ও গুলি করে হামলা চালায়। এই হামলার টারগেট ছিল নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনী এই হামলা ঠেকাতে গেলে হামলাকারীদের পাল্টা গুলিতে ৫০ জন পুলিশ নিহত হয়। ২০১৩ সাল থেকে সানাইয়ে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। আজকের ঘটনায় ৩ দিনের শোক ঘোষনা করা হয়েছে দেশটিতে।